“এহইয়াউস সুনান” by ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ইসলামি জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল মানবতার মুক্তির জন্য আল্লাহর পাঠানো রাহমাতুল্লিল আলামীন, বিশ্বমানবতার মুক্তির মহান অগ্রদূত, “উসওয়াতুন হাসানা” তথা সর্বোত্তম আদর্শ মহানবী (সঃ) এর সুন্নাহর অনুসরণ এবং বিদা’তের মূলোৎপাটন। কেননা রাসুল (সঃ) বলেছেন, “প্রত্যেক বিদা’ত হচ্ছে গোমরাহি আর গোমরাহীর পরিনাম জাহান্নাম।” সুন্নাহ কি এবং প্রচলিত বিদা’তএর পরিচয় জানার জন্য অসাধারণ একটি রচনা ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের “এহইয়াউস সুনান” বইটি।     Image   নামান এখান থেকে-                 ডাউনলোড

Nouman Ali Khan’s Lectures

বর্তমানে ইসলাম এবং কোরআনপ্রিয় যুবসমাজের এক অনন্য দৃষ্টান্ত উস্তাদ নুমান আলি খান। তার জ্ঞান, দিক নির্দেশনা, বাগ্মিতা, উপস্থিত বুদ্ধি, কথা বলার ধরণ এবং যুক্তি  (আলহামদুলিল্লাহ) মুগ্ধ করার মত। হালের যুব সমাজ যারা পশ্চিমা ধ্যান ধারনায় আক্রান্ত তাদের জন্য পথ নির্দেশ পবিত্র কোরআনকে অনন্য বাগ্মিতায় মুগ্ধকর উপস্থাপনে তাঁর ভঙ্গিমা অসাধারণ।এটুকু অন্তত বলা যায়, আপনি তাঁর একটা লেকচারের আগে ও পরে আপনার পরিবর্তন লক্ষ্য করবেনই ইনশাআল্লাহ্‌।

https://i0.wp.com/www.unmosquedthemovie.com/wp-content/uploads/2012/12/nouman.png

 

উস্তাদ নুমান আলি খানের অডিও লেকচার mp3 ফরম্যাটে পেতে Click করুন-

ডাউনলোড

MIlestone in Bangla

আধুনিক বিশ্বে ইসলামি জাগরণে যার নাম শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় তিনি সাইদ মুহাম্মদ কুতুব।ফি জিলালিল কুরআনের পরেই তাঁর কালজয়ী রচনা Milestone যেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে আগামী সংগ্রামের ঘোষণাপত্র। এটা বর্তমান বিশ্বে ইসলামি আন্দোলনের manifesto. এই গ্রন্থ রচনার জন্যই শাইখকে ফাঁসি দিয়ে নির্মমভাবে শহীদ করে তৎকালীন মিশরের স্বৈরাচার গামাল আব্দেল নাসের।

Image

 

এখান থেকে নামান –      ডাউনলোড

Ar Raheeq ul Makhtum

রাসুল (সঃ) এর সীরাতগ্রন্থগুলোর মধ্যে আর-রাহীকুল মাখতুম বেশ প্রনিধানযোগ্য।

Capture

এখান থেকে নামান-        Download

Hadiser Name Jaliyati – Dr. Khondokar Abdullah Jahangeer

কোরআনে কারীমের পরেই দীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে হাদীস। সেজন্য হাদীস বিশুদ্ধভাবে শিক্ষা, মুখস্ত, চর্চা এবং আমল করার নির্দেশ দিয়েছেন রাসুল(সঃ)। একইসাথে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন তাঁর নামে মিথ্যা বলতে। সাহাবাদের সময়েও মিথ্যা হাদিস বর্ণনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হয়। কারণ, যা রাসুল (সঃ) বলেননি তাঁর নামে সেটা বলা বিরাট এক গুনাহের কাজ। তাই জাল হাদিসের বর্ণনা, প্রচার, এবং প্রসার থেকে বিরত থাকতে হবে।

“হাদিসের নামে জালিয়াতি” বইটিতে ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রচলিত মিথ্যা ও বানোয়াট কিছু হাদিসের স্বরুপ তুলে ধরেছেন।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সঠিক হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দিন আমিন।

Image

এখান থেকে নামান-                                         ডাউনলোড